নিজস্ব প্রতিবেদক :
মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার শহীদদের স্বরণে প্রতি বছরের ন্যায় এ বছরেও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে এ দিবসটি পালনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শামসুজ জাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী শর্মিলী, মাহমুদা সহ কলেজ অধ্যাপক।
খবর২৪ঘণ্টা/এমকে