1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী কোর্ট স্টেশন মোড়ের অর্ধেক রাস্তা হকারদের দখলে,উদাসীন কর্তৃপক্ষ! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ের অর্ধেক রাস্তা হকারদের দখলে,উদাসীন কর্তৃপক্ষ!

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মারচ, ২০১৮

ওমর ফারুক :
দখলে হারিয়ে যেতে বসেছে রাজশাহী মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ কোর্ট স্টেশন মোড়ের মূল রাস্তার অর্ধেক। কারণ হকাররা রোড ডিভাইডার থেকে অর্ধেক রাস্তা দখল করে দোকান বষিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর বাকি অর্ধেকে ফুটপাত দখল করে বসা দোকানের মালিকরা ব্যবসার কাজে ব্যবহৃত জিনিসপত্র রাখছেন। দখলের কারণেই অর্ধেক রাস্তা দোকানে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রাস্তার অর্ধেক দখল করে ডিভাইডারের উপর দিয়ে তীরপল টানিয়ে ব্যবসা করে আসছেন। এ নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকেও কোন ব্যবস্থা নেওয়া হয় না। যার কারণে তারা বছরের পর এভাবেই রাস্তা দখল করে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অর্ধেক রাস্তা দখল হয়ে যাওয়ার কারণে দুই দিক থেকে আসা যানবাহন ও পথচারীরা প্রায় যানজট ও হয়রানির মধ্যে পড়েন। ওই রাস্তার পাশেই কোর্ট স্টেশন অবস্থিত। স্টেশন থাকার কারণে দিনে বেশ কয়েকবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর রোড ডিভাইডার থাকার পরও একদিক দিয়েই যানবাহন ও পথচারীদের চলাচল করতে হয়। পথচারীদের মধ্যে ক্ষোভেরও শেষ নেই।

দোকানিরা কোনকিছুর তোয়াক্কা না করেই দোকান বসিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর দুই থেকে আসা যানবহন একই রাস্তা দিয়ে চলাচল করে। আর এ কারণে বেশির ভাগ সময় সামান্য কয়েকটা যানবহনের কারণে যানযট লাগে। মাঝেমধ্যে দুর্ঘটনার মত অনাকাঙ্খিত ঘটনা ঘটতে থাকে।
সরজমিনে রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে গিয়ে দেখা যায়, রোড ডিভাইডারের একাংশ দখল করে সেখানে বিভিন্ন দোকান বসানো হয়েছে। এরমধ্যে রয়েছে, আনারসের দোকান, কলার দোকান ও অন্যান্য দোকান। আর বাকি রাস্তা দখল করে নিয়েছেন সেখানকার হোটেল মালিক ও দোকানিরা।
একই রাস্তা দিয়ে যানবাহন আসার কারণে দুই দিকের যানবাহন মুখোমুখি হয়ে থাকে। আর মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে।

অবৈধ দখলের কারণে রাস্তাটি দেখলে মনে হবে এটি দোকানেরই অংশ। অথচ এটা সরকারি রাস্তা। সরকারি চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয়রা অভিযোগ করে জানান, রাজশাহী কোর্ট স্টেশন মোড়ের এই রাস্তাটি নগরীর একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার, রাজশাহী কোর্ট ও নগরীর রেলগেটে যাওয়া যায়। তারপরও এই রাস্তাটির অর্ধেক দখল করে স্থানীয়রা দোকান বসিয়ে ব্যবসা করে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।
স্থানীয়রা গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে যানবাহন চলাচল ও পথচারীদের ভালভাবে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও সদর) ইফতে খায়ের আলম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রæত দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST