নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবাসহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীসহ দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের নগরীর বন্ধগেট এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ আটক করে। আটক কারারক্ষী রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত আছে। আটককৃতরা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (৩০) ও একই উপজেলার রাউথা গ্রামের আশরাফ আলীর ছেলে আফজাল হোসেন (৩৯)।
আটককৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বন্ধগেট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ কারারক্ষী মাসুদ রানা ও আফজাল হোসেন নামের অপর একজনকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আর/এস