সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুুপর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠেয় পরীক্ষায় মোট ৮২টি কিন্ডার গার্টেনের ক্লাস ১-৫ শ্রেণী হতে ১১৩৫ জন শিক্ষার্থী অংশ করে। পরীক্ষা পরিদর্শন করেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। এসময়ে অন্যদের মধ্যে বৃত্তি পরীক্ষা পরিচালনা উপকমিটির আহবায়ক আলতাফ হোসেন, অত্র এসোসিয়েমনের
সাধারণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম রুমেল, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কর্তকর্মা আদনান হোসেন হিমেল এবং সামাদ মৃৃধাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, তারা সততা এবং নিষ্ঠার সাথে এই বৃত্তি পরীক্ষা নিয়ে থাকেন এবং সম্পূর্ন স্বচ্ছতার সাথে ফলাফল প্রদান করেন। এর ফলে প্রতি বছর বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হচ্ছে। এইধারা তাঁরা আগমীদিনেও অব্যাহত রাখবেন বলে জানান গোলাম সারওয়ার স্বপন।
খবর ২৪ ঘণ্টা/আর