নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একডেমির আয়োজনে রোববার দিনব্যাপি একাডেমির মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান আলোচক ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ
সরেন। আলোচক ছিলেন নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার, গাব্রিয়ল হাঁসদা ও কামিল্লা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক মানুয়েল সরেন। বিচারক হিসেবে ছিলেন প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু। এছাড়াও একাডেমির সকল শিক্ষার্থী, শিল্পি এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে নজরুলগীতি, রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নজরুল নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদেও মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। মেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এস/আর