নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জেরিন খাতুনের উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল ও মানববন্ধন করেছে। বুুধবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে গিয়ে একটি মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। তাঁরবক্তব্যে তিনি বলেন, কলেজ ছাত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দোষীদের দ্রত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড ছিল। তারা দোষীদের বিচারের দাবি জানান। পরে মৌন মিছিলটি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। মানবববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ তারিখ সকালে পুঠিয়ায় প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রী জেরিন কে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার মুখ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আর