নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার আমির জাফর, আরএমপির বিশেষ শাখার পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ কমিউনিটি পুলিশিংয়ের পৃষ্ঠপোষক সাম্যসাথী ভৌমিক।
রাজশাহী কলেজ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল্লাহ আল নোমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে