নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে দুইদিন ব্যাপী অমর একুশে বইমেলা চলছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল থেকে থাকলেও একুশে ফেব্রুয়ারী শুক্রবার ছুটির দিন হওয়ায় এদিন বইমেলার স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি
শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান এর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসা লোকজন পুষ্পস্তবক অর্পণ শেষে বই মেলায় বই দেখতেও কিনতে ভিড় জমায়। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সরোজমিনে বইমেলা ঘুরে দেখা গেছে, বইয়ের স্টল গুলোতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষজন ভিড় করেছেন। অমর একুশে বই মেলায় দেশ ও দেশপ্রেম নিয়ে লেখা ও বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বই বিক্রি হচ্ছে। বাবা মায়ের সাথে অমর একুশে বই মেলায় ঘুরতে আসা নীলা নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভালো লাগে। শ্রদ্ধা জানানো শেষে বাবা-মায়ের সাথে মেলায় এসেছি। দেশপ্রেম
নিয়ে লেখা বই কিনব বলে পছন্দের একটি বই কিনেছি। ভালো লাগলে আরো বই কিনব। রহিমা নামের স্কুল ছাত্রী বলে, অমর একুশে বই মেলায় এসে বেশ কয়েকটি বই পেয়েছি। যেসব বই পড়লে বাংলাদেশের অজানা ইতিহাস জানা সম্ভব হবে। একটি কবিতার বই কিনেছি। মেলা ঘুরে দেখছি ভালো লাগলে আরো কিনব। রুপম নামের এক কলেজ ছাত্রের সাথে কথা হলে তিনি বলেন, আমার শখ বই কিনা। অন্য সময়ও বই কিনি। তবে অমর একুশে বই মেলায় এসে ভালো লাগছে। কারণ বইমেলার প্রত্যেকটি দেশ প্রেম নিয়ে লেখা ও বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা কিছু বই দেখেছি। যেগুলো পড়লে বাংলাদেশ স্বাধীন হওয়া ও মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সম্বন্ধে জানতে পারবো।
এদিকে, বইমেলায় অংশ নেয়া স্টলগুলোর সাথে কথা বলে তারা জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার বই মেলায় বেশি ক্রেতা এসেছে তাই বিক্রি বেড়েছে। আশা করি আজ আরো বেশি বিক্রি হবে। কেমন বই ক্রেতারা পছন্দ করছেন এমন প্রশ্নের জবাবে তারা জানান, এটা যেহেতু অমর একুশে বইমেলা তাই ভাষা ও স্বাধীনতা নিয়ে লেখা বই বেশি বিক্রি হচ্ছে। তাদের মধ্যে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী বেশি বলে ব্যবসায়ীরা আরো জানান।
এমকে