1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী ও সিলেট সিটিতে কাউন্সিলর হলেন যারা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

রাজশাহী ও সিলেট সিটিতে কাউন্সিলর হলেন যারা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ জুন, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন।

এর পাশাপাশি ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

ভোটের ফলাফল অনুযায়ী: ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রজব আলী, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নম্বর ওয়ার্ডে রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু, ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে নিজাম উল আজীম, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন, ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন সুজা এবং ৩০ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

অপরদিকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এর পাশাপাশি ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

ভোটের ফলাফল অনুযায়ী: ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ, ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নম্বর ওয়ার্ডে রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১ নম্বর ওয়ার্ডে ফখরুল আলম এবং ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাসিকের মোট ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়।

সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST