নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ২৭ তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ ২০১৮ আগামী ১১ নভেম্বর উদ্বোধন করা হবে। বিকেল সাড়ে ৩টায় টেনিস কমপ্লেক্সে উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ৯টি দেশের মোট ৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এতে ২০ জন কোট ম্যানেজার অংশগ্রহণ করবে। বাংলাদেশ হতে ১৫ জন বালক ও ৪ জন বালিকা, ভারত থেকে ২৩ জন বালক ও ১৬ বালিকা, চীন হতে ৩ জন
বালক ও ৭ বালিকা, মালেশিয়া থেকে ১ জন বালক ও ১ জন বালিকা, দক্ষিণ কোরিয়া থেকে ২ জন বালক, চায়নিজ তায়েফে থেকে ৩ জন বালক ও ৬ জন বালিকা। অংশগ্রহণকারী বালকদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের আরিয়ান জাবেরী। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ৫২৬ এবাং বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় ভারতের দ্বীপ শিখা শ্রীরাম। আইটিএফ জুনিয়র র্যাংকিং ৮৪৬। রেফারি মনোনীত হয়েছেন জয় মুখার্জি। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাচ রেফারি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্টের হাসিনুর রহমান টিংকু। সংবাদিকদের প্রশ্নের জবাব দেন, টেনিস কমপ্লেক্সের সেক্রেটারী আক্কাশ আলী। আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান ও নির্বাহী সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।
খবর ২৪ ঘণ্টা/এমকে