1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক করে ‘রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব’-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করে ক্লাবটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহ-সভাপতি নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান; কোষাধ্যক্ষ শেখ সাদি, গবেষণা সম্পাদক জেবা আনিকা চৌধুরি, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক ফারদিনা সরকার।

এছাড়া, জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান ফাহাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরসৌস ইসলাম শুভ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম। আইসিটি বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন তিশা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।

উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক স্বতন্ত্র ক্লাব। এটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team