নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলে করোনা ভাইরাস কোভিড-১৯ এ আরো ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৮৮ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ১৯৮ জনে। আর এ পর্যন্ত ১৫ হাজার ৯৮০ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ১৯ হাজার ১৯৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৭৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৪৭ জন, নওগাঁ
১২৩৮ জন, নাটোর ৯৪৬ জন, জয়পুরহাট ১০৪২ জন, বগুড়া জেলায় ৭ হাজার ২৮৮ জন, সিরাজগঞ্জ ২০৭২ জন ও পাবনা জেলায় ১০৬৬ জন। মৃত্যু হওয়া ২৮৮ জনের মধে রাজশাহী ৪২ জন, চাঁপাই ১৪ জন, নওগাঁ ১৮ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৬ জন, বগুড়া ১৭৫ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৮ হাজার ৬৬৩ জন।
এমকে