নিজস্ব প্রতিবেদক : রাজশাহী আরও ১ জনের মৃত্যু হয়েছে। আর নতুনভাবে করোনায় শনাক্ত হয়েছে ৭৬ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৭৯ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৭৪৮ জনে। আর এ পর্যন্ত ১৪ হাজার ৬৪০ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ১৮ হাজার ৭৪৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৭২৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৪৮ জন, নওগাঁ ১২১৭ জন, নাটোর ৯০৬ জন, জয়পুরহাট ১০১১ জন, বগুড়া জেলায় ৭ হাজার ০৯৫ জন, সিরাজগঞ্জ ২০০২ জন ও পাবনা জেলায় ১০৫২ জন। মৃত্যু হওয়া ২৭৯ জনের মধে রাজশাহী ৪২ জন, চাঁপাই ১৪ জন, নওগাঁ ১৭ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৬ জন, বগুড়া ১৬৮ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৭ হাজার ৯৮৬ জন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।