নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১৫ জন করোনা শনাক্ত হয়েছে। আর এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে । এ পর্যন্ত করোনায় মারা গেল ২৬০ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৯২৭ জনে। আর এ পর্যন্ত ১৩ হাজার ২০৪ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৭ হাজার ৯২৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৫৮১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭০২ জন, নওগাঁ ১১৫২ জন, নাটোর ৮৫৫ জন, জয়পুরহাট ৯৫৬ জন,
বগুড়া জেলায় ৬ হাজার ৬৩৭ জন, সিরাজগঞ্জ ১৯৩৮ জন ও পাবনা জেলায় ১০০৬ জন।
বিভাগে মারা যাওয়া ২৬০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জ ১২ জন, নওগাঁ ১৭, নাটোর ৭ জন, জয়পুরহাট ৫ জন, বগুড়া জেলায় ১৫৬ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১৩ হাজার ২০৪ জনের মধ্যে রাজশাহী ৩১৮১, চাঁপাইনবাবগঞ্জ ৫৪১ জন, নওগাঁ ১০৩৩ জন, নাটোর ৬০৩ জন, জয়পুরহাট ২২৮ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৬৪০ জন, সিরাজগঞ্জ ১১০৩ জন ও পাবনা জেলায় ৮৭৫ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও
বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৩৬৬৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬১৬ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৭
হাজার ১৭জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে