1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী অঞ্চলে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

রাজশাহী অঞ্চলে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
করোনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছে। আর এদিন নতুন করে আরো ২ মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেল ২৫৩ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৭২০ জনে। আর এ পর্যন্ত ১২ হাজার ৭৭১ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৭ হাজার ৭২০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৫৫১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬৮৮ জন, নওগাঁ ১১৪২ জন, নাটোর ৮৫৪ জন, জয়পুরহাট ৯৩৪ জন,

বগুড়া জেলায় ৬ হাজার ৬২৩ জন, সিরাজগঞ্জ ১৯২২ জন ও পাবনা জেলায় ১০০৬ জন।বিভাগে মারা যাওয়া ২৫৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪০, চাঁপাইনবাবগঞ্জ ১২ জন, নওগাঁ ১৭, নাটোর ৮ জন, জয়পুরহাট ৫ জন, বগুড়া জেলায় ১৫১ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১২ হাজার ৭১১ জনের মধ্যে রাজশাহী ৩১১৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪২৬ জন, নওগাঁ ১০১৫ জন, নাটোর ৫৬২ জন, জয়পুরহাট ২২৭ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৫১৮ জন, সিরাজগঞ্জ ৯৬৩ জন ও পাবনা জেলায় ৮৫২ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন

অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৩২২১ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৫৬৯ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৬ হাজার ৭০৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team