নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে ও নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৯০ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৪২২ জনে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়। আর এ পর্যন্ত ১৬ হাজার ৮০৫ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ১৯ হাজার ৪২২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৮৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ
৭৬৩ জন, নওগাঁ ১২৬৩ জন, নাটোর ৯৪৭ জন, জয়পুরহাট ১০৫৭ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৩৭০ জন, সিরাজগঞ্জ ২০৯৬ জন ও পাবনা জেলায় ১০৭৮ জন। মৃত্যু হওয়া ২৯০ জনের মধে রাজশাহী ৪৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২০ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৭৫ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৮ হাজার ৮২৮ জন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।