1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী অঞ্চলে করোনায় আরো ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭২ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

রাজশাহী অঞ্চলে করোনায় আরো ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনাভাইরাস কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৫৭৬ জনে। আর নতুন ৪ জন নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০২ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত ৯ হাজার ১৪৯ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৪ হাজার ৫৭৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৬৮৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯ জন,

নওগাঁ ১০০২ জন, নাটোর ৬২৮ জন, জয়পুরহাট ৮১৯ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৩৯২ জন, সিরাজগঞ্জ ১৬০৯ জন ও পাবনা জেলায় ৮৮০ জন।
বিভাগে মারা যাওয়া ২০২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০ , চাঁপাইনবাবগঞ্জ ১০ জন, নওগাঁ ১৪, নাটোর ১ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১২২ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৯ হাজার ১৪৯ জনের মধ্যে রাজশাহী ১৮৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩০২ জন, নওগাঁ ৮৭৪ জন, নাটোর ২৭৬ জন, জয়পুরহাট ২১১ জন, বগুড়া জেলায় ৪ হাজার ১৮২ জন, সিরাজগঞ্জ ৭৫৩ জন ও পাবনা জেলায় ৬৬০ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৪৩৩ জন

রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭৩৩ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৩ হাজার ৬৭০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST