নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ৪টি ও নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট ২৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে ২৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভাগুলো হলো, নওহাটা, তানোর, গোদাগাড়ী, বড়াইগ্রাম ও তাহেরপুর।
নওহাটা : নওহাটা পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এই দিনই বেশিরভাগ প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নওহাটা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজ, বিএনপি মনোনীত বর্তমান মেয়র আলহাজ্ব শেখ মো. মকুবল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল বারী খান ও বিএনপি বিদ্রোহী মামুনুর সরকার জেড। আ’লীগ মনোনীত হাফিজুর রহমান হাফিজের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ। অপরদিকে বিএনপি মনোনীত মকবুল হোসেনের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য
সচিব রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, নজির উদ্দীন ও সাজ্জাদ হোসেন, পৌর সাবেক কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।
গোদাগাড়ী : গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত গোদাগাড়ী নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন আ’লীগ সমর্থিত মেয়রপ্রার্থী গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন
কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ময়র পদে ৪ জনসহ মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তানোর : তানোরে পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোর কার্যালয়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি বিদ্রোহী প্রার্থী সহ চার মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিকাল সাড়ে তিনটার দিকে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র আহŸায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, সদস্য-সচিব বিশ্বনাথ সরকার, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন, জেলা বিএনপির সাবেক সদস্য সাওয়াল, তানোর উপজেলা বিএনপি’র আহবায়ক আখিরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, আজ বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো প্রমুখ। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন সর্বমোট ৫৩ জনের মনোয়নপত্র দাখিল করা হয়েছে।
তাহেরপুর : তাহেরপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র আবুল কালাম আজাদের দলীয় নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আ’লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাহেরপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
বড়াইগ্রাম : বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারমধ্যে পৌরসভায় মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
পৌর মেয়র পদে আ’লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে মাজেদুল বারী নয়ন এবং বিএনপি’র একক প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র ইছাহাক আলী মনোনয়ন পত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই-বাছাই যথাক্রমে ১৯, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এবং প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারী।
এস/আর