নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীর ৬টি সংসদীয় নির্বাচনী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিজিবি সদস্যরা রাজশাহীর ৯টি উপজেলায় অবস্থান নেন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা ভোটের ১দিন পর পর্যন্ত মাঠে থাকবে। বিজিবি-১ রাজশাহীর ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীর ৯টি উপজেলা ও ৬টি সংসদীয় নির্বাচনী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিজিবি সদস্যরা অবস্থান
নিয়েছে। রাজশাহীতে ২০ থেকে ২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজশাহী শহর এবং নয় উপজেলায় অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি সদর দফতের রিজার্ভ রাখা হয়েছে। বিশেষ প্রয়োজনে তারা বের হবেন। বিজিবি সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ছয়টি নির্বাচনী এলাকার ১০টি পয়েন্টে অবস্থান নেবে। প্রয়োজন অনুযায়ী তারা নির্বাচনী এলাকায় টহল দেবে এবং যে কোন সহিংসতা রোধে ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের ১দিন পর পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে