নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় তানোর উপজেলার তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ১৪৯। এর মধ্যে নারী ভোটার বেশি।
প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, সকাল থেকেই ভোটারের উপস্থিতি বেশি। সব প্রার্থীর পোলিং এজেন্টও আছেন।এছাড়া রাজশাহীর গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলায় ভোট গ্রহণ চলছে।