নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসন থেকে মোট ২৫ জন প্রার্থী এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করবে। ৬টি আসনের প্রত্যেকটিতেই বড় দুই দলের ১ জন করে প্রার্থী রয়েছে। বাকিরা অন্যান্য দল থেকে নির্বাচন করবে।রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। তারা হলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক, আ’লীগের জেলা সভাপতি ওমর ফারুক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মান্নান ও বাসদের আলফাজ হোসেন, রাজশাহী-২ সদর আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির এনামুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, বর্তমান এমপি আয়েন উদ্দিন, ইসলামী আন্দোলন
বাংলাদেশের ফজলুর রহমান সাম্যবাদী দলের সাজ্জাদ আলী ও যুক্তফ্রন্ট এলডিপির মনিরুজ্জামান, রাজশাহী-৪ বাগমারা আসনে সাবেক এমপি ও বিএনপির প্রার্থী আবু হেনা, আ’লীগের ইঞ্জিনিয়ার এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. নাদিম মোস্তফা, আ’লীগের প্রার্থী ডা. মুনসুর আলী, জাতীয় পার্টির আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমীন, জাকের পার্টির শফিকুল ইসলমা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ, আ’লীগের শাহরিয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ
ও জাতীয় পার্টির ইকবাল হোসেন। নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করলেও মূলত লড়াই হবে বিএনপি ও আ’লীগ প্রার্থীদের মধ্যে। বড় এই দুই জোটেরই একটি করে প্রার্থী রয়েছে প্রত্যেক আসনে। এছাড়া যারা মনোনয়নে টিকেছিল বিএনপির তারা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে লড়াই হবে এই দলের প্রার্থীদের মধ্যে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে