নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ৬ জন। ইতিমধ্যেই মনোনড়ন চুড়ান্ত হয়েছে। আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। শনিবার ও রোববার প্রার্থীরা নিজ নিজ দলীয় চুড়ান্ত মনোনয়ন জমা দেন।রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ নিয়ে লড়বে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক। তিনি তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এরমধ্যে একবার প্রতিমন্ত্রী ও একবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব
পালন করেন। রাজশাহী-২ সদর আসন থেকে লড়বেন জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়নক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। তিনি ১৭ বছর মেয়র ছিলেন ও ৫ বছর এমপি ছিলেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে লড়বেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। তিনি প্রথমবারের মতো নির্বাচন করছেন। রাজশাহী-৪ বাগমারা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সাবেক এমপি আবু হেনা। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে লড়বেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তাফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)
আসন থেকে লড়বেন জনপ্রিয় নেতা আবু সাইদ চাঁদ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। রাজশাহীর ৬টি আসনে মনোনয়ন পাওয়া এমপি প্রার্থীরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। এরমধ্যে তিনজনই নতুন মুখ। বাকি ৩ জন সাবেক এমপি। এ কারণে ৬টি আসনে বিএনপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে