দুর্গাপুর প্রতিনিধিঃ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাদি পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের দাবীতে আগামি ২৮-২৯-ও ৩০ জানুয়ারী ৭২ ঘণ্টার কর্মবিরতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুর্গাপুর পৌরসভায় সভা কক্ষে রাজশাহীর ১৪টি পৌরসভার কর্মকর্তাদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলী মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দুর্গাপুর পৌরসভা কর্মকার্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে দুর্গাপুর পৌরসভার কার্যসহকারী রতন কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পৌরসভা কর্মকার্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি রোকমত জামান টিটু, সাধারণ সম্পাদক মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশর হাট পৌরসভা থেকে আসরাফুল ইসলাম,মেজবাউল হক, তানোর পৌরসভা থেকে মাহাবুব আলী, অহেদুজ্জামান, মনিরুল ইসলাম, নওহাটা পৌরসভা থেকে, আব্দুল হেলাল, সাজ্জাদ হোসেন, হাবিবুর রহমান, মুন্ডুমালা পৌরসভা থেকে, আব্দুল আওয়াল,আমরুল হোসেন, আব্দুর রহিম,কাঁকন হাট পৌরসভা থেকে আব্দুর রহিম, ইউসুফ আলী, গোদাগাড়ী পৌরসভা থেকে সানে উল্লাহ,তাহেরপুর পৌরসভা থেকে জয়নুল আবেদিন, মতলেবুর রহমান, জাহাঙ্গীর আলম, পুঠিয়া পৌরসভা থেকে জহির রায়হান, আব্দুল জব্বার, বাঘা পৌরসভা থেকে ফজলুর রহমান, ইউসুফ আলী, চারঘাট পৌরসভা থেকে শরিফুল ইসলাম, মাসুদ রানা, দুর্গাপুর পৌরসভা থেকে জেলা সদস্য আকরাম আলী, হিসাব রক্ষক হাবিবুর রহমান, খায়রুল বাসার প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ