নিজস্ব প্রতিবেদক :
বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অসুস্থতার কারণে আসতে না পারায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার বিকেলে প্রধান
বক্তার আগে তিনি মোবাইল ফোনে সমাবেশের সাথে যুক্ত হন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সংলাপে গিয়ে নির্বাচনের তফসিল পেছানোর দাবি করেছিলাম, কিন্তু আমাদের কথা না শুনে তফসিল দিয়েছে। তড়িঘড়ি করে তফসিল ঘোষণার ফলে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। আমাদের কোন দাবি মানা হয়নি। সমাবেশে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেন তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।