নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহমখদুম থানা চত্বরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি থেকে শীতার্ত দুস্থদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। এরপর তিনি শাহমখদুম থানার গেইট সংলগ্ন মানবতার দেওয়াল উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, সাইফুল ইসলাম সরকার ও শাহমখদুম থানার ওসি সাইফুল সরকার প্রমুখ।
এস/আর