নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শাহমখদুম থানা কমপ্লেক্সে এ ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। এতে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার
তারিকুল ইসলাম, রাজশাহী মহিলঅ পলিটেকনিকের অধ্যক্ষ ওমর ফারুক ও থানার ওসি তদন্ত ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ওপেন হাউজ ডে তে থানা এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুষ্ঠ পুলিশিংয়ের মাধ্যমে জনগনের সেবা করতে হবে। এ জন্য সাধারণ জনগনকেও পুলিশকে সহায়তা করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
খবর ২৪ ঘণ্টা/আর