1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর শাপলা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

রাজশাহীর শাপলা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
অভিযোগ : ছবি প্রতিকি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত শাপলা ডায়াগনস্টিক সেন্টারে রোগীর প্রেসক্রিপসন আটকে পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগ উঠেছে। নগরীর ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা রায়হানুল ভোক্তা অধিকার রাজশাহীর সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ সেপ্টেমবর অভিযোগকারী রায়হান তার বোন আফরোজা খাতুনকে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলামের কাছে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বারে চিকিৎসা করাতে নিয়ে যান। ভিডিও কনফারেন্সে চিকিৎসক তার বোনের কথা শুনে বেশ কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। এ সময় তিনি পরে পরীক্ষা করাবো বলে ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের

জানান ও চিকিৎসকের ব্যবস্থাপত্র ও এডভাইসের কাগজ চান। কিন্ত তা দিতে অস্বীকৃতি জানিয়ে সেখানেই পরীক্ষা করাতে হবে বলে জানান। অন্য কোথাও পরীক্ষা করালে সেটি হবে না বলে জানান। প্রতিবাদ করলে খারাপ আচরণ করেন তার সাথে। পরে তিনি পরীক্ষা না করিয়েই সেখান থেকে চলে যান। তবে তারা চিকিৎসকের ফি বাবদ ১ হাজার টাকা নিয়ে নেন। তারপরও কোন কাগজ দেননি। ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হুমায়ন কবির তাকে জানান, তাদের মালিক পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে ডাক্তার দেখাতে হলে টেস্ট করাতে হবে। পরে তিনি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহীর সহকারী পরিচালক হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। ৮ অক্টোবর সকাল ১০টায় এর শুনানি হবে। বিষয়টি উভয়কে জানিয়ে দেয়া হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST