নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুর কাঁচা বাজারে ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে মুরগি ব্যবসায়ীকে ২০ হাজার হাজার টাকা জরিমানা ও ব্যবহৃত বাটখারাগুলো জব্দক করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর লক্ষীপুর বাজারে সুফিয়া মুরগি ঘরের মালিককে এ জরিমানা করা হয়। এ মুরগির দোকানটির ১০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের সব বাটখারায় ওজন কম পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই দোকানের ১৫টি বাটখারার প্রত্যেকটিতে ওজনে কম রয়েছে। কোনটিতেই সঠিক মাপ পাওয়া
যায়নি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, দোকানটিতে এক কেজি ওজনের বাটখারা ৮৫২ গ্রাম। ৫০০ গ্রামের বাটকারা ৪৪৬ গ্রাম। ওই দোকান থেকে এক কেজি ওজনের ১০টি, ৫০০ গ্রাম ওজনের দুইটি, ২০০ গ্রাম ওজনের দুইটি ও ৫০ গ্রাম ওজনের একটি বাটখারা জব্দ করা হয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে আসছেন রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার সুফিয়ানের মুরগি ঘরের মালিক। এই দোকানে আসা ক্রেতারা প্রতারিত হচ্ছে। এ জন্য দোকানটিকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়। এছাড়া এই এলাকার খুকুমনি কনফেকশনারীতে আটা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ডেন্টা ডায়াগনস্টিকের পরিবেশ পরিচ্ছন্ন না থাকায় সতর্ক করা হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যহত থাকবে বলে জানানো হয়।
আর/এস