ঢাকারবিবার , ২৪ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর রেল ক্রসিংয়ে পতাকা হাতে একজন নারী গেটম্যান

omor faruk
মার্চ ২৪, ২০১৯ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ভদ্রা রেল ক্রসিংয়ে পতাকা হাতে একজন নারী গেটম্যান বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করছেন। ট্রেন আসলেই তিনি পতাকা হাতে গেট নামিয়ে সতর্ক করছেন ওই পথে চলাচলকারী পথচারী ও যানবাহনকে। এখন তিনিই এই রেল ক্রসিংয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। বেশ কিছুদিন ধরে এমনই দৃশ্য দেখা যাচ্ছে নগরীর অন্যতম ব্যস্ত রেল ক্রসিং ভদ্রায়। নারী গেটম্যান তানজিলা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, তিনি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন। উন্মুক্ত কলেজ থেকে

এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। সংসার চালানো, সন্তানের দেখাশোনা করা, নির্দিষ্ট সময়ে নিজের দায়িত্ব পালন করা এখন তার কাজ। তাই রেলওয়ের গেটম্যান হিসেবে চাকরি করছেন। কাজ করছেন অনায়াসে। কোনো বাধা বা মানুষের বিরুপ মন্তব্যে তার কোনো ভ্রক্ষেপ নেই। তিনি অনায়াসেই নিজের দায়িত্ব পালন করে চলেছেন। তিনি আরো জানান, তিনি বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো। তার স্বামীও রয়েছে। সংসারে তাদের একটি মেয়েও আছে। থাকেন নগরীর ভদ্রা জামালপুরের একটি ভাড়া বাসাতে। তার কাজে সহায়তা করেন তার স্বামী। তানজিলা ডিউটি যখন রাতে থাকে তখন তার স্বামী

সাথে থেকে তাকে সহায়তা করেন। স্বামী তাকে সহায়তা করে বলেই কাজ করতে পারেন তানজিলা। কোনো কাজই ছোট নয়। কাজ না করে ঘরে বসে থাকা উচিত না। নারী গেটম্যান তানজিলা বলেন, এ চাকুরী করার জন্য অনেক মানুষ তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। কিন্ত কোনো কটু কথায় তাকে ফেরাতে পারবে না। কারণ সব কাজই সমান

গুরুত্বপূর্ণ। ট্রেন আসার সময় রেলগেট নামানো থাকলে রেলগেট টি তুলে পারাপার হয় অনেক মানুষ। গেটকিপার নারী বলে তার বাধা কেউ শুনে না। তিনি মনে করেন এটি সচেতনতার অভাব। তিনি চান রেলের নিয়ম এবং আইন সকলে মেনে চলুক। নিয়ম মেনে চললে দুর্ঘটনা কমে আসবে। সবাইকে আইন মেনে চলার আহবান জানান তিনি।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।