মোহনপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদন্ড প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী মোহনপুরে বিএনপির অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল বের হয়।
শুক্রবার বাদ জুম্মা মোহনপুর ডিগ্রী কলেজ মাঠ হতে একদিলতলা হাটের বাইপাস রাস্তা দিয়ে বিক্ষোভ মিছিলটি বটতলা মোড় দিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়কে উঠার চেষ্ঠা করলে পুলিশের বাঁধার মুখে পড়ে মিছিলটি মোহনপুর ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয় ।
মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন,সাধারন সম্পাদক মাহবুব আর রশিদ,সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবলু,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান,যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন বিল্পব,মিজানুর রহমান মিলন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক মফিজুর রহমান মধু,জাকির হোসেন বকুল,জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান,যুব দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছা সেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা , কৃষক দলের সাধারন সম্পাদক রইচ উদ্দিন,শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক।
মোহনপুর থানার অফিসার ইনচাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ জানান, মহাসড়কে সহ গুরুত্বপূর্ন স্থানে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে তার জন্য বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন ছিল ।
খবর২৪ঘণ্টা.কম/নজ