মোহনপুর প্রতিনধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নে বুধবার বেলা ১২ টায় ধূরইল ইউনিয়নে পিয়ারপুর হতে কাশিমাল , বাদেজোল আমরাইল হতে শ্যামপুর হাট, জাহানাবাদ ইউনিয়নের তেঘরমাড়িয়া হতে মোল্লাডাঙ্গী ভায়া খার্তা নতুন পাকা রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পবা-মোহনপুর-৩ আসনে সাংসদ আয়েন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, নুরুল ইসলাম মাখন, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,মহিলা আওয়ামীলেিগর সভাপতি ডলি আক্তার, ধূরইল ইউপি আ”লীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ্, ইউপি সদস্য নাসির উদ্দিন,ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জাহানাবাদ ইউপি আ”লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউৃপি সদস্য আইয়ুব আলী, আলতাফ হোসেন, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা প্রকৌশলী নু:আ: সুলতানুল ইমাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ