1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে রাসিক মেয়রের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে রাসিক মেয়রের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র খায়রুজ্জামান লিটন এবং উন্নয়ন সহযোগী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজশাহীর উন্নয়নে একে অপরকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন জোরদার ও সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে রাজশাহীস্থ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মেয়র লিটন। সভায় জেলা প্রশাসন, রাজশাহী মহানগর পুলিশ, রাজশাহী জেলা পরিষদ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, পশ্চিমাঞ্চল রেলওয়ে, ওয়াসা, আরডিএ, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, পিডব্লিউডি, বিভাগীয় বন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেয়র এএইচএম

খায়রুজ্জামান লিটন মহানগরীর বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে সেসব সমাধানের তাগিদ দেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহযোগিতা কামনা করলে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন মেয়র খায়রুজ্জামান লিটন। একইসঙ্গে সুন্দর, বসবাসাযোগ্য, আধুনিক রাজশাহী গড়তে সবার সহযোগিতাও কামনা করেন মেয়র খায়রুজ্জামান।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মজিবুর রহমান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহা-ব্যবস্থাপক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আলমগীর কবির, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজিবর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, আরডিএ এর নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল তারিক প্রমুখ। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক বিষয় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন প্রধান প্রকৌশলী আশরাফুল হক।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সাত নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহীর ব্যবস্থাপক প্রকৌশলী এএফএম আজম কামাল, সওজ এর তত্ত্বাবধায়ক প্রকেীশলী মাছুম সারওয়ার, নির্বাহী প্রকৌশলী মো.সামসুজ্জোহা, পিডব্লিউডি এর নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা, গণর্পূত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, সিডিএল এর আর্কিটেক আবদুল্লাহ ইবনে হাসান, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team