বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামী মানিক হোসেন (৩৫) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শনিবার (০৪-০৮-১৮)সকালে উপজেলার তুলশিপুর চকপাড়া গ্রামের মুক্তার হোসেনের আম গাছ থেকে পুলিশ ঝুলন্ত অবস্থা লাশ উদ্ধার করে। মানিক হোসেন উপজেলার সুলতানপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক হোসেন নিজ পরিবার নিয়ে রাজশাহী শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। জমি ও টাকা পয়সা নিয়ে কারণে অকারনে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝড়গা হতো। এক পর্যায়ে মানিক হোসেন স্ত্রীর উপর রাগ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিজ এলাকা বাঘায় চলেন আসেন। এলাকায় এসে যে আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে, সেই বাগান পাহারাদারের কাছে শুয়ে ছিল। এক পর্যায়ে বাগান পাহারাদার ঘুমিয়ে গেলে তার গামছা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন