রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনা পজিটিভ হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, নমুনা পরীক্ষায় রাজশাহী জেলা পুলিশ সুপার স্যার করোনা পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। সুস্থ আছেন।
এস/আর