রাজশাহীর পবার পারিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা মুল্যের বিপুল পরিমান ভেজাল প্রসাধনী উদ্ধারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (৯অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে রাজশাহীর পবা থানা পুলিশ পারিলা গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় এক পল্লী চিকিৎসকের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী তৈরির সরঞ্জাম, ক্যামিকেল, ভেজাল ক্রীম তৈরির মেশিন, ক্লীপ, মোড়ক, প্লাস্টিক কৌটা ও বিপুল পরিমান ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।
জব্দকৃত ভেজাল প্রসাধনীর মুল্য প্রায় ১৭ লক্ষ টাকা।
আটকৃতরা হলেন- পশু চিকিৎসক মেসবাহ উদ্দিন (৩৮) ও সহযোগী দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের সাইফুল ইসলাম (৪৫)কে ভেজাল প্রসাধনীসহ আটক করে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন,আটককৃতদের বিরুদ্ধে পবা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।