নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার কুপাকান্দি এলাকার এক বাড়িতে বৈদুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৈদুতিক শটসার্কিট থেকে ভোর সাড়ে ৩টার দিকে মৃত মজিবুর রহমানের বাড়িতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
তাদের চিৎকারে এলাকাবাসি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিকাণ্ডে ঘরের টিনের চালা, কিছু আসবাবপত্র, ধান পুড়ে যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক বুলবুল।
খবর২৪ঘন্টা /এম কে