নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা ৭ হাজার ৪০৩ ভোট নিয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান রেজাউল করিম পেয়েছেন ৪ হাজার ৬২৭ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জাইদুর রহমান পেয়েছেন ৯৫৮ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ৪০২ ভোট ও ওয়ার্কাস পার্টির প্রার্থী আজিজুল হক মিঠু পেয়েছেন ১৯৫ ভোট। পবা উপজেলা নির্বাচন অফিসার ও উপ নির্বাচনের রিটানিং অফিসার মীরদাহ মোসাম্মাদ শাহনাজ পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকাল ৮টা
থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। হুজুরিপাড়া ইউনিয়নের উপনির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৩০ জন। মহিলা ৯ হাজার ৬৭৬ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৫৫৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি ও ৬৩ টি বুথ।
খবর২৪ ঘণ্টা/এমকে