নিজস্ব প্রতিবেদক :
পদ্মা নদী খনন প্রকল্পে ৪ কোটি টাকা পুরোটাই গচ্চা গেল। ১৬ কোটি টাকা প্রকল্পের ১২ কোটি টাকা ফেরত গেছে মন্ত্রণালয়ে আর ৪ কোটি টাকা গেল পানিতে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় এ লোকসান হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে জানিয়েছেন কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর বুলনপুর থেকে সোনাইকান্দি পর্যন্ত পদ্মার ভাঙন রোধে প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ছয় কিলোমিটার চর কেটে নাব্য ফেরাতে ড্রেজিংয়ের কাজ শুরু হয় গত এপ্রিল
মাসে। খনন কাজ শুরুর সময় পদ্মায় পানি কম ছিল। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজারে কাজ চলে প্রায় আড়াই মাস। কিন্তু দেরিতে শুরু হওয়া কাজ অর্ধেক শেষ হওয়ার আগেই উজান থেকে পানির ঢল আসা শুরু হয়। ভরে যায় পদ্মা নদী। যার কারণে কাজ বন্ধ হয়ে যায়। পদ্মা খননের জন্য এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল ১৬ কোটি টাকা। এরমধ্যে ২ হাজার ৭০০ মিটার খনন হয়েছে।
এতে খরচ দেখানো হয়েছে চার কোটি ১৪ লাখ টাকা। বাকি প্রায় ১২ কোটি টাকা ফেরত গেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনের অংশে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়েই কাজ চলছিল। কিন্তু পদ্মায় আগাম পানি চলে আসায় কাজ গুটিয়ে নিতে হয়েছে। জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে মন্ত্রণায়লয়ে।
আর/এস