নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হাড়ুপুর ৫ নং আইবাঁধ সংলগ্ন পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে। বাকি ১১ জন উদ্ধার হয়েছে। তাদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ নৌকাডুবি ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, আজ শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা পদ্মা নদী দিয়ে যাচ্ছিল। এ সময় তারা আর অপুর ৫ নং আই বাঁধের কাছে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর
পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে ১১ জনকে উদ্ধার করে। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বাকিদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমকে