নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীতে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় রুবাইয়া নামের আরো এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার দুপুর দেড়টার দিকে পদ্মা নদী থেকে কনের খালাতো বোনের লাশ উদ্ধার করা
হয়। স্কুলছাত্রী রুবাইয়া রাজশাহীর মোল্লাপাড়া অবস্থিত বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ৭টি। এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটি ও উদ্ধার করা হয়। উল্লেখ্য,
গত শুক্রবার সন্ধ্যায় চরখিদিরপুর বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনে যাত্রী নৌকা নদীতে ডুবে যায়। এতে অন্তত ৪০ জন নিখোঁজ হয়। পরে সবার সন্ধান মিললেও কনেসহ এখনো দুজনের মেলেনি। গতকাল শনিবার আরো পাঁচটি লাশ উদ্ধার করা হয়। রাজশাহী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
এমকে