নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর স্কুলছাত্র নামজুস শাকিবের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে নগরীর হেতেমখাঁন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও আরএটিভির ক্যামেরাম্যান সানুর ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নাজমুস শাকিব পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খুুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাইরে থাকায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হয়নি। পরে রাতে ডুবুরি দল ফিরে নদীতে অভিযান চালিয়ে সাকিবের লাশ উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা/এমকে