নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পদ্মায় বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এখন ১৮.০৫ মিটারে বইছে। বিপদসীমা ১৮.৫০ মিটার। শহর রক্ষা বাধের উচ্চতা ১৯.৬৮ মিটার। ২০১৩ সালে রাজশাহীতে পদ্মার তলদেশ থেকে পানির উচ্চতা বেড়ে হয়েছিলো ১৮.৭০ মিটার, ২০১৬ সালে হয়েছিলো ১৮.৪৬ মিটার। নগরীর পানি নিস্কাশনের সুইচ গেটগুলো বন্ধ না করলে নিচু এলাকায় পানি ঢুকতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে এই গেটগুলো বন্ধ আছে, যেগুলো এখনো খোলা তা শিগগিরই বন্ধ করা হবে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান
প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, পদ্মায় পানি বাড়লেও শহরে এখনো তা ঢুকবে না। শহরের সাথে সংযুক্ত সুইচগেটগুলো শিগগিরই বন্ধ করে দেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলার চরাঞ্চলের বেশ কিছু মানুষ ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া শহরের তালাইমারি এলকার পদ্মাপাড়ের শহররক্ষা বাধের ভেতরের অংশের কিছু মানুষ পানিবন্দী আছেন। তাদেরকে চরাঞ্চল থেকে সরিয়ে নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা
দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশনা পাওয়ার পর চরাঞ্চলের মানুষকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানিয়েছিলেন, পানি বাড়ার কারণে বন্যার শঙ্কায় চরাঞ্চলের মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এস/আর