1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর পদ্মায় বাড়ছে পানি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মায় বাড়ছে পানি

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বর্ষাকালে উজান থেকে আসা পানি রাজশাহীর প্রমত্তা পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই রাজশাহীর পদ্মায় পানি বাড়ছে। এতে রাজশাহীর চারঘাট, বাঘা ও গোদাগাড়ী উপজেলার পদ্মা তীরবর্তী বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। কারণ কয়েকদিন আগেও পানির অভাবে যৌবন হারানো পদ্মা আবারো যৌবনে ফিরতে শুরু করেছে। গত বছর প্রচুর পরিমানে পদ্মায় পানি বেড়ে যায়। আর এতে অনেক এলাকাতে পানি উঠে ও কিছু স্থানে পদ্মা পাড় ভেঙ্গে যায়। শুধু তাই নয় পদ্দার চরে বসবাসকারী মানুষ বিপাকে পড়েন। পদ্মার চরের মানুষেরা এবারো

চিন্তার মধ্যে পড়েছেন। কারণ প্রমত্তা পদ্মায় পানি বাড়লে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়বে।
অন্য বছরের তুলনায় এবার অনেকটা আগেভাগেই ভারি বৃষ্টিপাত হওয়া শুরু হয়েছে। রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় প্রতিদিন প্রচুর পরিমানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষাকাল শুরু হওয়ার আগে থেকে রাজশাহীতে এ বছর বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারি বৃষ্টির প্রভাবে ও উজান থেকে আসা পানিতে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে শুরু করে। বিশেষ করে রাজশাহী মহানগর এলাকার পদ্মা তীরবর্তী বসবাসকারী মানুষ ও চারঘাট, বাঘা এবং গোদাগাড়ী উপজেলায় পদ্মা তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চারঘাট উপজেলায়র পদ্মা তীরবর্তী এলাকা ইতিমধ্যেই অনেক পানি বেড়ে কিছু অংশ ভাঙতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার রাজশাহীতে বিপদসীমার মাত্র ৪ দশমিক ২ মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এদিন রাজশাহীর পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয় ১৪ দশমিক ৩০ মিটার। এর আগের দিন ছিলো ১৪ দশমিক ১১ মিটার এবং শনিবারে পানির উচ্চতা ছিলো ১৩ দশমিক ৮৭ মিটার। রাজশাহী পদ্মার পানির বিপদসীমার লেভেল হচ্ছে ১৮ দশমিক ৫০ মিটার।
পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, গত কয়েকদিন ধরেই রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে আর কয়েকদিনের মধ্যেই শহর রক্ষা বাঁধ স্পর্শ করবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST