নিজস্ব প্রতিবেদক : চরখিদিরপুর বৌভাতের অনুষ্ঠান শেষে রাজশাহীর পদ্মায় বর-কনে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এবার নববধূর খালা আখি বেগমের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহীর টাঙ্গন
মধ্যপাড়া সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় নববধূ সুইটি বেগমের খালার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে রাজশাহীর পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া লাশের সংখ্যা বেড়ে দাঁড়াল নারী-শিশু সহ ৮ জনে। রাজশাহী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার চরখিদিরপুর বৌভাতের অনুষ্ঠান শেষে পদ্মা নদী দিয়ে ডাঙ্গারহাট ফেরার পথে দুটি নৌকা ডুবে যায়। এতে প্রথমে ৪০ জন নিখোঁজ হলেও পরে বর সহ অনেকের সন্ধান পাওয়া যায়। এরপর
একে একে ৮ টি লাশ উদ্ধার করা হয় পদ্মা নদী থেকে। এখন শুধু নববধূ নিখোঁজ রয়েছে।
এমকে