নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পদ্মায় নৌকায় ঘুরতে গিয়ে আসিফ আল মাসুদ মৃন্ময় নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। সে রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও নওগাঁ জেলার বাসিন্দা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দুপুরে কলেজ ছাত্র মৃন্ময়সহ ৬ জন নগরীর শিমলা সংলগ্ন পদ্মা নদীতে ঘুরতে যায়। এ সময় তারা নৌকায় মাথায় গিয়ে ছবি তুলছিল। একপর্যায়ে সে পা ফসকে পড়ে যায়। সে পড়ে গেলে নৌকার মাঝিসহ অন্য ছাত্ররা তাকে খুঁজে না পেয়ে কলেজ অধ্যক্ষকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজ বলেন, নিখোঁজ ছাত্র নগরীর একটি মেসে থেকে পড়াশোনা করতো তাকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। সন্ধ্যায় ফায়ার সার্ভিস জানায়, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে