নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মায় গোসল করতে গিয়ে নাজমুস শাকিব নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে নগরীর লোকনাথ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ও সানোয়ারের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলছাত্র নাজমুস শাকিব শুক্রবার বিকেলে টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে তাকে
অনেক খোঁজাখুজি করা হয়। খুজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ডুবুরি দল বাইরে থাকায় উদ্ধার অভিযান শুরু হয়নি। দলটি ফিরে আসলে উদ্ধার অভিযান শুরু হবে।
খবর২৪ঘণ্টা/এমকে