ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি ৩৩ জন জীবিত ও ৯ টি লাশ উদ্ধার

omor faruk
মার্চ ৯, ২০২০ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মায় বর ও কনে যাত্রীবাহী দুটি নৌকা ডুবির ঘটনায় ৩৩ জন জীবিত ও ৯ জন মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নৌকাডুবির ঘটনায় ৬২ ঘন্টার অভিযান শেষে উদ্ধার অভিযান ও নৌকাডুবির বিস্তারিত ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানান, গত ৬ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীর মাঝে বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে ৪২ জন যাত্রীসহ দুটি নৌকা ডুবে যায়। ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি ও স্থানীয় জেলে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার অভিযানে ৩৩ জনকে জীবিত, একজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ

হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছাড়পত্র দেয়া হলেও বাবা শাহীন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ ৮ জনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাথে ডুবুরি দল যুক্ত হয়। সর্বশেষ সোমবার সকাল ছয়টার দিকে সাহাপুর ঘাট থেকে কনে সুইটির লাশ উদ্ধার করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অনুদান সহ সকল কার্যক্রম পদ্মা নদীর কিনারে প্রত্যেক মৃতের জন্য ২০ হাজার টাকা হারে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দ্বারা পরিচালিত হয় কার্যক্রমগুলো। দুর্ঘটনার দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করে। রিপোর্টে তদন্ত কমিটি বেশ কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে, মাছ ধরা নৌকা ও যাত্রীবাহী নৌকা পৃথক করতে হবে। লাইভ জ্যাকেট নিশ্চিত করতে হবে। ডিসি জানান, মাঝিদের পোশাক দেয়া হবে। কম বয়সী কেউ নৌকা চালাতে পারবে না। আবহাওয়া বার্তা প্রচার ও নৌকার

সক্ষমতা নিশ্চিত করা হবে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাছ ধরার ইঞ্জিনচালিত ছোট নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত ৮-১০ জনের স্থলে ২০-২২ জন করে বেশি যাত্রী নেওয়া হয়। হঠাৎ প্রতিকূল আবহাওয়া তীব্র স্রোত এবং বিপরীতমুখী ঝড়ো বাতাসের কারণে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তদন্তে জানা গেছে। আর কেউ নিখোঁজ না থাকায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবি-১ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন ফেরদৌস মাহমুদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি সাজিদ হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতেখার আলম, আরএমপির মতিহার জোনের এডিসি, পবা উপজেলা নির্বাহী অফিসার, নৌ পুলিশের ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।