নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর হাড়ুপুর সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে রকিমুন্নেসা (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর কাশিডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী। আজ রোববার দুপুর দুইটার দিকে রাজশাহি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, রোববার দুপুর একটার দিকে ওই বৃদ্ধা নারী রাজশাহীর পদ্মায় গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশটি তার ছেলের কাছে হস্তান্তর করা হবে ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।