রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাজশাহীর চারঘাটে মূল দুই দলের প্রার্থী থাকলেও দুর্গাপুর পৌরসভায় ৪ জন প্রার্থী রয়েছে। ভোটে পুলিশ, র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এস/আর