1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর দুই নেতা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

রাজশাহীর দুই নেতা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রফেসর ড.খন্দকার বজলুল হককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে এবার স্থান পেয়েছেন রাজশাহীর দুইজন নেতা। এরা হলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপ-কমিটির অন্যান্য সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পানি সম্পদ মন্ত্রণালযয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, ডা. মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এমপি, মমতাজ বেগম এমপি, জাফর আলম এমপি, নাহিম রাজ্জাক এমপিসহ ১৮৭ জনকে এই কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST